স্যাটেলাইট-নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে ইরানি বিজ্ঞানীকে হত্যা
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যায় স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটি মেশিন গানের সাহায্যে গত সপ্তাহে তাকে হত্যা করা হয়।
ইরানের বিপ্লবী গার্ডি বাহিনীর ডেপুটি কমান্ডার আলি ফাদাভির বরাত দিয়ে মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে। তাকে লক্ষ্য করে অস্ত্র তাক করাই ছিল। হামলাকারীরা সুযোগের অপেক্ষায় ছিল এবং সুযোগ পাওয়া মাত্রই ফাখরিজাদেহকে গুলি করা হয়।
ফাদাভি রোববার এক বিবৃতিতে বলেন, স্যাটেলাইট নিয়ন্ত্রিত ওই মেশিন গান থেকে মোট ১৩টি গুলি ছোড়া হয়েছে। হামলাকারীরা খুবই সুক্ষ্মভাবে এই হামলা চালিয়েছে। গাড়িতে ফাখরিজাদেহের মাত্র কয়েক ইঞ্চি দূরেই ছিলেন তার স্ত্রী। কিন্তু তিনি হামলা থেকে বেঁচে গেছেন এবং গুলি এসে ফাখরিজাদেহকেই আঘাত করেছে। তিনি বলেন, সে সময় ১১টি গাড়ি ফাখরিজাদেহ এবং তার স্ত্রীর নিরাপত্তায় ছিল।
শীর্ষ এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর পর থেকেই তার মৃত্যু নিয়ে নানা রকম তথ্য সামনে আসছে। একটি পিকআপ থেকে রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে যে বা যারা এই হামলা চালিয়েছে তারা ইতোমধ্যেই ইরান ছেড়ে পালিয়েছে বলেও বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।